Rajshahi Medical College

রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল

দুই বছর পর সেবার মানের দিক থেকে আবারও দেশ সেরা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। এ সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট ও তৃতীয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশে মোট ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। হাসপাতালের সেবা ও অন্যান্য মানদণ্ড বিবেচনা করে এ স্থান নির্ধারণ করা হয়। গত রোববার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এ সংক্রান্ত মূল্যায়নের সূচক প্রকাশ করেছে।

হাসপাতালের পরিচালক বলেন, অধিদপ্তরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখা এ মূল্যায়ন করে থাকে। এর আগে প্রতিষ্ঠার পর ২০২০ সালে করোনার সময় প্রথমবারের মতো এ হাসপাতাল দেশ সেরা হয়েছিল। এর স্বীকৃতি হিসেবে পেয়েছিল ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০’।

উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এ হাসপাতালটি ১ হাজার ২০০ শয্যার। রাজশাহী বিভাগ ছাড়াও রংপুর ও খুলনা বিভাগের রোগীরা এখানে সেবা নেন। রোগী ভর্তি নেওয়ার পাশাপাশি বহির্বিভাগেও সেবা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (২০২২ সালের ডিসেম্বর) মূল্যায়ন সূচকে স্বাস্থ্যসেবায় দেশ সেরা (প্রথম) অবস্থান করে নিয়েছে রামেক হাসপাতাল।

অধিদপ্তরের মূল্যায়ন প্রক্রিয়ায় (ফ্যাসিলিটি স্কোরিং) মোট ৮০ স্কোরের মধ্যে রামেক হাসপাতালের প্রাপ্ত স্কোর ৬৩ দশমিক ৭৫। আর দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের স্কোর ৬৩ দশমিক ৩৮। তৃতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাপ্ত স্কোর ৬৩।

এক প্রশ্নের জবাবে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহম্মেদ বলেন, আমি যোগদানের সময় এ হাসপাতাল ৮ নম্বর র‌্যাংকিংয়ে ছিল। পরে সেবা কার্যক্রমে বিভিন্ন অ্যাক্টিভিটিস ইনপুট দেওয়া হয়। এরপর সূচকে প্রথমে উঠে আসে এ হাসপাতাল। তবে প্রথম হলেও আরও কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। আর সেগুলো নিয়েও কাজ চলছে বলে উল্লেখ করেন রামেক হাসপাতালের ওই পরিচালক।

আরএইচএফ/এসআর

Rajshahi Medical College – Official Website for Rajshahi Medical College
৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবসে শ্রদ্ধাঞ্জলী Inspection team, BSMMU Date: 06-03-2022 Training On Teaching Methodology and Assessment Organized by: Centre for Medical Education (DGME), Dhaka. Venue: Distant Learning Theatre, RMC Training On Teaching Methodology and Assessment Organized by: Centre for Medical Education (DGME), Dhaka. Venue: Distant Learning Theatre, RMC Training On Teaching Methodology and Assessment Organized by: Centre for Medical Education (DGME), Dhaka. Venue: Distant Learning Theatre, RMC ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস জাতির সূর্যসন্তানদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এসো পড়তে শিখি , রামেক ক্যামপাস স্কুল। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি “গভীর শ্রদ্ধাঞ্জলি” ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি “গভীর শ্রদ্ধাঞ্জলি” ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‌্যালি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‌্যালি রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব, অধ্যাপক ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন সহ পরিদর্শন টিম। রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন উপলক্ষে মত বিনিময় সভা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব, অধ্যাপক ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন সহ পরিদর্শন টিম। রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন উপলক্ষে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব, অধ্যাপক ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন সহ পরিদর্শন টিম। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব, অধ্যাপক ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন স্যার এর সাথে অধ্যক্ষ মহোদয় একান্ত আলাপচারিতায় রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন উপলক্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক সহ পরিদর্শন টিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক, এম.পি মহোদয়ের শুভাগমনে ফুলেল শুভেচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক, এম.পি
মত বিনিময় সভা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক, এম.পি
মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করছেন অধ্যক্ষ, রামেক।
কর্মচারীবৃন্দ অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ের একাংশ ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের পরিচিতি সভা ও ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠান ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের পরিচিতি সভা ও ক্লাশ উদ্বোধনী অনুষ্ঠান চিকিৎসা অনুষদ সভা-২০২২ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ। ৩রা নভেম্বর-২০২২ জেল হত্যা দিবস পালিত রামেক, স্বাচিপ এবং বিএমএর, রাজশাহী। BREAST CANCER AWARNESS MONTH' October/2022. Rajshahi Medical College, Rajshahi Central Shaheed Minar Established: 18-03-2020 BANGABANDHU MORAL Established: 18-03-2020 Rajshahi Medical College One of the best Medical College in the country গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক, এম.পি
মত বিনিময় সভা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক, এম.পি
মত বিনিময় সভা।

Message from Principal

Message from Vice Principal

Welcome to Rajshahi Medical College

Rajshahi Medical College (Bengali: রাজশাহী মেডিকেল কলেজ) is a government medical school in Bangladesh, established in 1958. It is located in Rajshahi. It is affiliated with Rajshahi University. It was the second such institution in erstwhile East Pakistan after Dhaka Medical College. It has a large hospital that is the central provider for advanced health care in the northern part of Bangladesh.

Rajshahi Medical College admits 200 students every year for its M.B.B.S. program. Its dental unit admits a further 50 students. Students are admitted in these programs after high school and get a degree after 5 years of study and 1-year internship in the government-owned public hospital. After the separation of East Bengal from India in 1947 the people of Rajshahi region was deprived of medical education and healthcare facilities.

In 1949 some renowned persons of civil society and political persons involved in administration took initiative to establish a private medical school in Rajshahi city. Initially they launched LMF diploma course under State Medical Faculty Dhaka. 80 students were admitted in first batch. In 1954 erstwhile Pakistan government converted it to government medical college. In 1958, it was launched as a complete college. It is the first medical college in northern part of Bangladesh.

Upcoming Events

Leave a Comment