লালবাগ কেল্লা (Lalbagh Fort)

5
(2)

লালবাগ কেল্লা (Lalbagh Fort) রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত। সম্রাট আওরঙ্গজেব লালবাগ কেল্লা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করলেও তাঁর পুত্র যুবরাজ শাহজাদা আজম ১৬৭৮ খ্রিষ্টাব্দে লালবাগ দূর্গের নির্মাণ কাজ আরম্ভ করেন।

শুরুতে লালবাগ কেল্লার নাম দেয়া হয়েছিল আওরঙ্গবাদ দূর্গ বা আওরঙ্গবাদ কেল্লা। পরবর্তীতে ১৬৮৪ খিষ্টাব্দে সুবেদার শায়েস্তা খানের কন্যা ইরান দুখত পরীবিবি মারা যাওয়ার পর তিনি দূর্গটি তৈরির কাজ বন্ধ করে দেন। ১৮৪৪ সালে আওরঙ্গবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয়। এলাকার নামের সাথে সাথে কেল্লাটির নামও পরিবর্তিত হয়ে লালবাগ কেল্লা হিসাবে পরিচিতি লাভ করে।

বর্তমানে সুবেদার শায়েস্তা খাঁনের বাসভবন ও দরবার হল ‘লালবাগ কেল্লা জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। লালবাগ কেল্লায় তিনটি ফটক থাকলেও এর মধ্যে দুইটিকে বন্ধ করে দেয়া হয়েছে। ফটক দিয়ে প্রবেশের সাথে সাথে মনোরম বাগান মনকে প্রফুল্ল করে তোলে।

প্রবেশ পথ ধরে সোজা এগিয়ে গেলে সামনে দেখাতে পাওয়া যায় শায়েস্তা খাঁনের কন্যা পরীবিবির স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সমাধি সৌধ। সমাধি সৌধটি বর্গাকৃতির এবং এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২০.২ মিটার। মার্বেল পাথরে তৈরী সমাধি সৌধটি অনন্য কারুকার্যপূর্ণ এবং মূল সমাধি সৌধের উপরের তামার পাত দিয়ে মোড়ানো একটি কৃত্রিম গম্বুজটি রয়েছে।

এছাড়াও দর্শনীয় জিনিসগুলোর মধ্যে রয়েছে লালবাগ দুর্গ মসজিদ, সুন্দর ফোয়ারা, আরো কিছু সমাধি এবং তৎকালীন সময় যুদ্ধে ব্যবহৃত কামান/তোপ।

প্রবেশ টিকেট মূল্য

লালবাগ কেল্লার প্রবেশ গেটের ডান পাশেই রয়েছে টিকেট কাউন্টার। বাংলাদেশী পর্যটকদের জন্যে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ২০ টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্যে ১০০ টাকা এবং বিদেশী পর্যটকদের টিকেটের মূল্য জনপ্রতি ২০০ টাকা। ৫ বছরের নীচে বাচ্চাদের প্রবেশ করতে টিকেট এর প্রয়োজন নেই।

লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচী

লালবাগ কেল্লা রবিবার বন্ধ থাকে এবং সোমবার অর্ধ দিবসের জন্য বন্ধ থাকে। এছাড়াও সকল বিশেষ সরকারী ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে। গ্রীষ্মকাল ও শীতকাল অনুযায়ী লালবাগ কেল্লা পরিদর্শনের সময়সূচি পরিবর্তিত হয়।

এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস (গ্রীষ্মকাল)

রবিবার – সাপ্তাহিক বন্ধ
সোমবার – দুপুর ২ঃ৩০ থেকে বিকেল ৬ টা পর্যন্ত
শুক্রবার – সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা (মাঝে দুপুর ১২ঃ৩০ থেকে ২টা পর্যন্ত বন্ধ)
সপ্তাহের বাকি দিন – সকাল ১০টা থেকে বিকেল ৬ টা (মাঝে দুপুর ১ঃ০০ থেকে ১ঃ৩০ পর্যন্ত বন্ধ)

অক্টোবর থেকে মার্চ (শীতকাল)

রবিবার – সাপ্তাহিক বন্ধ
সোমবার – দুপুর ২ঃ৩০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত
শুক্রবার – সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা (মাঝে দুপুর ১২ঃ৩০ থেকে ২টা পর্যন্ত বন্ধ)
সপ্তাহের বাকি দিন – সকাল ৯টা থেকে বিকেল ৫ টা (মাঝে দুপুর ১ঃ০০ থেকে ১ঃ৩০ পর্যন্ত বন্ধ)

* সরকারি বিশেষ ছুটির দিন গুলোতে লালবাগ কেল্লা বন্ধ থাকে

লালবাগ কেল্লা কিভাবে যাবেন

ঢাকার যে কোন জায়গা থেকেই লালবাগ কেল্লা যাওয়া যায়। আপনার সুবিধামত বাহনে লালবাগ আসতে পারবেন। লালবাগ দুর্গে যাওয়ার জন্যে কয়েকটি পথ আছে, আপনার সুবিধামত রুটে আপনি আসতে পারেন।

ঢাকা অথবা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকার গুলিস্তান গোলাপ শাহ মাজার আসতে হবে। সেখান থেকে রিক্সা অথবা লেগুনাতে করে কেল্লায় যেতে পারবেন।

ঢাকার অথবা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঢাকার নিউমার্কেট, নীলক্ষেত, শাহবাগ, টিএসসি অথবা আজিমপুর এসে রিকশায় করে যেতে পারবেন লালবাগ কেল্লায়।

সদরঘাট থেকে রিক্সায় বাবুবাজার ব্রীজ হয়ে লালবাগ কেল্লায় যেতে পারবেন। এছাড়া ঢাকার যে কোন জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি লালবাগ কেল্লায় আসতে পারবেন।

কোথায় খাবেন

কেল্লার ভিতর খাবার খাওয়ার কোন সুযোগ নেই। কেল্লার সামনেই বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট আছে। সব ধরণের খাবার পাওয়া যায়।

ট্যুর টিপস

লালবাগ দুর্গ ভালো করে ঘুরে দেখার জন্যে অন্তত দুই ঘন্টা সময় নিয়ে যেতে হবে। দুর্গ ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন। লালবাগ কেল্লা থেকে সহজেই আহসান মঞ্জিলতারা মসজিদ, আর্মেনিয়ান চার্চ, হোসেনি দালান, সদরঘাট, শোয়ারীঘাট অথবা ঢাকা ইউনিভার্সিটি এলাকা ঘুরে দেখতে পারেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

As you found this post useful...

Follow us on social media!